মওদুদ আহমদের শারীরিক অবস্থা অপরিবর্তিত
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদের বরাত দিয়ে শায়রুল বলেন, ‘সিঙ্গাপুরে নেওয়ার পর মওদুদ আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু, ফুসফুসে পানি জমায় গত ৯ মার্চ আবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। গতকাল তার কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। আজও করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কোনো উন্নতিও নেই, অবনতিও নেই।’
‘বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে মওদুদ আহমদের সঙ্গে তার স্ত্রী রয়েছেন’, বলেন তিনি।
শায়রুল কবির জানান, শারীরিক অসুস্থতার কারণে গত বছরের ২৯ ডিসেম্বর মওদুদ আহমদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে ১৩ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং ২০ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। পরবর্তীতে শারীরিক অবস্থা খারাপ হলে ২১ জানুয়ারি আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ১ ফেব্রুয়ারি রাতে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
মওদুদ আহমদের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
Comments