অর্থ আত্মসাতের মামলায় সানলাইফ ইন্সুরেন্সের ৪ কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা

সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শরিফুল ইসলামসহ প্রতিষ্ঠানটির চার কর্মকর্তার নামে কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বীমা গ্রহীতাদের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২০ সালের ৫ জানুয়ারি কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা গ্রামের আনজুয়ারা তাদের নামে মামলা দায়ের করেন।

মামলার আসামি করা হয়েছে সানলাইফ ইন্সুরেন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শরিফুল ইসলাম, কুষ্টিয়া শাখার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (গণবীমা) মো. ওলি উল্লাহ ও আনিসুর রহমান এবং খোকসা শাখার ম্যানেজার আসমা খাতুন বেলীকে।

আদালত সূত্রে জানা যায়, মামলার আসামিদের বিরুদ্ধে বীমা গ্রাহকদের জমাকৃত অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

আদালত ইতোপূর্বে আসামিদের নামে বিভিন্ন সময়ে তিন বার সমন জারি করেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে তারা আদালতে হাজির হননি।

বিষয়টি আদালতের দৃষ্টিতে আনা হলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করীম আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সিরাজ প্রামানিক বলেন, ‘এর আগে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আসামি পক্ষ বাদীদের জমাকৃত অর্থ ফেরত দিয়েছেন।’

তিনি আরও জানান, কুষ্টিয়ার আদালতেই সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির নামে এ ধরনের অন্তত ১০টি মামলা রয়েছে।

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

53m ago