সু চির বিরুদ্ধে ৬ লাখ ডলার ও স্বর্ণ আত্মসাতের অভিযোগ মিয়ানমার সেনাবাহিনীর

মিয়ানমারের আটককৃত নেতা অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে ছয় লাখ ডলার ও স্বর্ণ আত্মসাতের অভিযোগ তুলেছে দেশটির সামরিক বাহিনী।
অং সান সু চি। ছবি: রয়টার্স ফাইল ফটো

মিয়ানমারের আটককৃত নেতা অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে ছয় লাখ ডলার ও স্বর্ণ আত্মসাতের অভিযোগ তুলেছে দেশটির সামরিক বাহিনী।

আজ বৃহস্পতিবার বিবিসি জানায়, গত ১ ফেব্রুয়ারি দেশটির ক্ষমতা দখলের পর সু চির বিরুদ্ধে সামরিক জান্তার আনা এটাই সবচেয়ে বড় অভিযোগ।

জান্তা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন সংবাদ সম্মেলন করে বলেন, ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিয়ো মিয়ান থেইনের কাছ থেকে সু চি ছয় লাখ ডলার নগদ অর্থ ও ১১ কেজি স্বর্ণ নিয়েছিলেন। দুর্নীতি দমন কমিটি এ বিষয়ে তদন্ত করছে।

কিন্তু এর বাইরে আর কোনো তথ্য দেননি তিনি।

এ অভিযোগের পক্ষে এখনও প্রমাণও দেখাতে পারেনি সেনাবাহিনী।

সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির একজন সংসদ সদস্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশটিতে ‘হত্যাযজ্ঞ’ চালানোর অভিযোগ করেছে।

সংস্থাটি জানায়, সামরিক বাহিনী নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

4h ago