হুইলচেয়ারে হাসপাতাল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার নন্দীগ্রামে এক সমাবেশে আহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন পর আজ শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্ডিয়া টুডে জানায়, আজ সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস প্রধান হুইলচেয়ারে করে এসএসকেএম হাসপাতাল থেকে বের হন এবং তিনি তার বাসভবনে পৌঁছেছেন।
মেডিকেল বোর্ড তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। তৃণমূল নেতাদের অনুরোধে কর্তৃপক্ষ মমতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসময় তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে।
সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসায় ভাল সাড়া দিয়েছেন এবং তাকে কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নন্দীগ্রামে ‘ধাক্কাধাক্কিতে’ মমতা আহত
মমতা থাকছেন না মোদির শপথ অনুষ্ঠানে, কারণ ‘বিশেষ অতিথি’
খেলা হবে, দেখা হবে, জেতা হবে: মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপিকে সুবিধা দিতেই ৮ দফায় নির্বাচনের সিদ্ধান্ত, অভিযোগ মমতার
‘বাংলার মেয়ে মমতা’র জবাবে মোদির কণ্ঠে ‘বাংলার ছেলে মিঠুন’
বিধানসভা নির্বাচনে মমতার পাশে শিবসেনা
মিঠুনের নকশাল থেকে তৃণমূল হয়ে বিজেপি যাত্রা
‘মোদি-দিদি আসলে এক’ কলকাতা বিগ্রেড সমাবেশে কংগ্রেস-বামফ্রন্ট
পশ্চিমবঙ্গ নির্বাচনে ‘গেমচেঞ্জার’ আব্বাস সিদ্দিকী
Comments