কোহলির ‘শূন্য’কে জনসচেতনতায় ব্যবহার করল ভারতীয় পুলিশ

kohli duck
ছবি: টুইটার

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলি। এ নিয়ে রসিকতা করার সুযোগ পেয়ে হাতছাড়া করেনি দেশটির উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ বিভাগ। তবে তারা ভারতীয় অধিনায়কের ডাক মারাকে ব্যবহার করেছে জনসচেতনতা বাড়াতে।

গতকাল শুক্রবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে হার মানে স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে মাত্র ১২৪ রান তোলে তারা। জবাবে ২৭ বল হাতে রেখে ২ উইকেটে ১৩০ রান করে জয় নিশ্চিত করে সফরকারী ইংলিশরা।

তিনে নামা কোহলি ৫ বল মোকাবিলা করে আউট হন শূন্য রানে। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে ফেরান লেগ স্পিনার আদিল রশিদ। ইনসাইড আউট শটে বল সীমানাছাড়া করতে গিয়ে মিড অফে ক্রিস জর্ডানের তালুবন্দি হন তিনি।

কোহলির ব্যর্থতার দিনে ভারত ম্যাচ হেরেছে বাজেভাবে। সিরিজে তারা পিছিয়ে গেছে ১-০ ব্যবধানে। তবে সেসব নিয়ে মাঠ না ঘামিয়ে গাড়ি চালানো নিয়ে সচেতনতা বাড়াতে কোহলির শূন্য নিয়ে মজা করেছে উত্তরাখণ্ড পুলিশ।

tweet

কোহলির সাজঘরে ফেরার একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা লিখেছে, ‘শুধু হেলমেট পরাই যথেষ্ট নয়! গাড়ি চালানোর সময় পুরোপুরি মনোযোগ রাখা উচিত। নইলে কোহলির মতো শূন্য রানে আউট হতে হবে।’ তবে পরে টুইটটি সরিয়ে নেওয়া হয়েছে।

সব সংস্করণ মিলিয়ে সবশেষ পাঁচ ইনিংসে কোহলির এটি তৃতীয় শূন্য। টি-টোয়েন্টি সিরিজের আগে দুদলের টেস্ট সিরিজে দুটি ইনিংসে ডাক মারেন তিনি। চেন্নাইতে মঈন আলী ও আহমেদাবাদে বেন স্টোকস তাকে দিয়েছিলেন তিক্ত অভিজ্ঞতার স্বাদ।

টানা দুই ইনিংসে শূন্য রানে মাঠ ছেড়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও গড়ে ফেলেছেন ৩২ বছর বয়সী কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে সব সংস্করণ মিলিয়ে তার ডাক এখন মোট ১৪টি। সাবেক তারকা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি অধিনায়ক থাকাকালে শূন্য রানে আউট হয়েছিলেন ১৩ বার।

টেস্টে নেতৃত্ব দানকালে কোহলি শূন্য রানে আউট হয়েছেন এ পর্যন্ত আটবার। ক্রিকেটের সবচেয়ে কুলীন এই সংস্করণে অধিনায়ক হিসেবে এতগুলো শূন্যের অভিজ্ঞতা পেয়েছেন ভারতের আর একজন। তিনি সাবেক তারকা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

7h ago