নায়ক ফারুক হাসপাতালে ভর্তি

বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: স্টার

বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার রাতে তার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাবাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তে কিছু সমস্যা ছিল, সেগুলোর চিকিৎসা চলছে। তিনি এখন ভালো আছেন।’

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।  তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

আরও পড়ুন: 

অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের অবস্থা আশঙ্কাজনক, সিঙ্গাপুরে নেওয়ার চিন্তা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নায়ক ফারুক

সিঙ্গাপুরে কোয়ারেন্টিনে থেকে নায়ক ফারুকের চিকিৎসা শুরু

নায়ক ফারুকের কী অসুখ জানা গেলো

হাসপাতাল ছেড়ে হোটেলে উঠলেন ফারুক

আগামীকাল দেশে ফিরছেন নায়ক ফারুক

করোনা আক্রান্ত নায়ক ফারুক হাসপাতালে ভর্তি

হাসপাতাল ছেড়েছেন নায়ক ফারুক

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

56m ago