পর্যটন শিল্পে প্রাণ ফেরাতে থাইল্যান্ডে ‘হাতি দিবস’ পালন
করোনাভাইরাসের কারণে ঝিমিয়ে পড়া পর্যটন শিল্পে প্রাণ ফিরিয়ে আনতে থাইল্যান্ডে ‘হাতি দিবস’ পালিত হয়েছে।
রয়টার্স জানায়, আজ শনিবার থাইল্যান্ডে প্রাচীন রাজধানী আয়ুথায়ায় কয়েক ডজন হাতির জন্য ফলভোজ আয়োজন করা হয়। এ বছর আয়োজনটিতে বিদেশি পর্যটকদের আগমন এবং পর্যটন শিল্পে প্রাণ ফিরে আসার জন্য প্রার্থনা করা হয়।
দেশটিতে ঐতিহাসিকভাবে হাতিকে গৌরবের প্রতীক ও সাংস্কৃতিক পরিচয় হিসেবে বিবেচনা করা হয়।
ব্যাংককের উত্তরে রয়েল এলিফ্যান্ট ক্রাল অ্যান্ড ভিলেজ নামে একটি হাতি ক্যাম্পের জেনারেল ম্যানেজার ইত্তিপান খারওয়ালামাই বলেন, ‘আমরা আশা করছি যে সরকার শিগগিরই বিদেশি পর্যটকদের স্বাগত জানাবে এবং আমাদের দেশের অর্থনীতি প্রাণ ফিরে পাবে যাতে করে আমরা হাতিগুলোকে ঠিকমতো খাবার দিতে পারি এবং তাদের মাহুতরা ক্ষতি পুষিয়ে নিতে পারে।’
‘আমরা আশা করছি, পর্যটকরা আমাদের সঙ্গে আমাদের ৩ হাজার ৮০০ (গৃহপালিত) হাতির বেঁচে থাকতে সহায়তা করবে।’
পর্যটন-নির্ভর দেশ থাইল্যান্ড করোনাভাইরাস মহামারি ঠেকাতে গত বছর এপ্রিল মাস থেকে আন্তর্জাতিক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটিতে এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ড গত বছর মহামারিতে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ মন্দার মুখে পড়েছে।
Comments