সপরিবারে করোনায় আক্রান্ত সংসদ সদস্য নিজাম হাজারী
ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সপরিবার করোনায় আক্রান্ত হয়েছেন।
ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগম নাসরিন ও একমাত্র মেয়ে স্নিগ্ধা হাজারী গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাদের ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।’
তিনি আরও বলেন, ‘গত শুক্রবার সংসদ সদস্য নিজাম হাজারী নিজেও অসুস্থ বোধ করায় ওই একই হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তারও করোনায় পজিটিভ আসে। গতকাল তিনিও ওই হাসপাতালেই ভর্তি হয়েছেন।’
আজ রোববার সকালে দ্য ডেইলি স্টারের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় নিজের ও পরিবারের সুস্থতা কামনা করে সকলকে দোয়া করা অনুরোধ জানান নিজাম হাজারী। তবে, চিকিৎসার স্বার্থে হাসপাতালের নাম প্রকাশ করতে চাননি তিনি।
Comments