নারায়ণগঞ্জে হকার পুলিশ-সংঘর্ষ, ৩ হকার নেতার ২ দিনের রিমান্ড
নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে বসাকে কেন্দ্র করে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার তিন হকার নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ১০ মার্চ গ্রেপ্তার তিন হকার নেতার সাত দিনের রিমান্ড আবেদন করে সদর থানা পুলিশ। আজ শুনানির দিন ধার্য ছিল। আদালত শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
গ্রেপ্তার তিন হকার নেতা হলেন- নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, কালু গাজী ও মানিক দেওয়ান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ মামলায় নতুন কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।’
গত ৯ মার্চ বিকেলে শহরের ফুটপাতে বসার দাবিতে আন্দোলনরত হকারদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওইসময় বিক্ষুব্ধ হকাররা বঙ্গবন্ধু সড়ক, সলিমুল্লাহ সড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। ১০টি যানবাহন ভাঙচুর করে। এতে সাধারণ যাত্রী, পুলিশ ও হকারসহ ৩০জন আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে তিন হকার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনার পরদিন নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তার তিন জনসহ আরও ২৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় তিন হকার নেতার সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।
Comments