বেশি আক্রান্ত তরুণরা, লাগছে আইসিইউ: স্বাস্থ্যের ডিজি
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, নতুন কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের অধিকাংশই তরুণ এবং অনেকের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হচ্ছে।
আজ রবিবার ঢাকার শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি জানান, আগের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন রোগে আক্রান্তরাই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু, এখন আমরা দেখছি, তরুণ ও সুস্থরা আক্রান্ত হচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, গত দুই মাসে কোভিড-১৯ রোগীদের জন্য তিনি আইসিইউ বেডের কোনো অনুরোধ পাননি। কিন্তু, গত কয়েকদিনে হাসপাতালে আইসিইউ বেডের ঘাটতির অভিযোগে তিনি অসংখ্য কল পেয়েছেন।
তিনি টিবি হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন, ‘প্রস্তুত থাকতে হবে… যেসব আইসিইউ বেড আছে সেগুলো কোভিড-১৯ রোগীদের জন্য আপনার প্রস্তুত রাখুন।’
তিনি জানান, ইতোমধ্যে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং ঢাকার কোভিড-১৯ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের সমস্যার কথা শোনা হয়েছে এবং সেগুলো চিহ্নিত করা হয়েছে।
Comments