অ্যাতলেতিকোর পেছনে এখন দুই দৈত্য রয়েছে: সিমিওনে
চিত্র পাল্টে গেছে। মৌসুমের শুরু থেকে লা লিগায় দাপট দেখানো অ্যাতলেতিকো মাদ্রিদের নিয়ন্ত্রণ আলগা হচ্ছে ধীরে ধীরে। তারা পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলেও ব্যবধান বেশ কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাতে জমে উঠেছে স্পেনের পেশাদার ফুটবলের শীর্ষ স্তরের শিরোপা জয়ের ‘ত্রিমুখী’ লড়াই। এমন পরিস্থিতিতে চিন্তিত হয়ে না পড়লেও চাপ অনুভব করার কথা স্বীকার করেছেন অ্যাতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে।
আগের রাতে গেতাফেতে আটকে যাওয়ার পর এই আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমরা ধাপে ধাপে, একটি করে ম্যাচ চিন্তা করে আমাদের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর নিজেদের বর্তমান অবস্থান বিবেচনা করে বলতে হয়, আমাদের পেছনে দুটি দৈত্য রয়েছে।’
২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার এক নম্বরে রয়েছে অ্যাতলেতিকো। তাদের শহর প্রতিদ্বন্দ্বী ও আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৫৭। বার্সেলোনা ৫৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তারা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
দশ জনের গেতাফে নিজেদের মাঠে রুখে দেয় অ্যাতলেতিকোকে। গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচটি। রাতের অন্য ম্যাচে রিয়াল শেষ মুহূর্তের নাটকীয়তায় এলচেকে হারায়। ঘরের মাঠে করিম বেনজেমার জোড়া লক্ষ্যভেদে তারা তুলে নেয় ২-১ গোলের জয়। বার্সা আগামীকাল রাতে আতিথ্য দিবে হুয়েস্কাকে। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির বিপক্ষে কাতালানদের জয় না পাওয়াটাই হবে বিস্ময়ের কারণ।
নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে সাবেক ফুটবলার সিমিওনে বলেছেন, ‘আমি আবারও বলছি, আমাদের দল ভালো খেলছে। আমাদের শান্ত থাকতে হবে। এটা খুব কঠিন একটি প্রতিযোগিতা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই পর্যায় থেকে শেষ পর্যন্ত আর কোনো ম্যাচ হারবে না। তাই আমাদের পথ কেমন হবে তা আমাদের জানা উচিত।’
শেষ ৮ ম্যাচে ১১ পয়েন্ট হারিয়েছে অ্যাতলেতিকো। ফলে মৌসুমের মাঝ পথ পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে থাকা দলটির শিরোপার সমীকরণ ক্রমেই জটিল হতে শুরু করেছে। তাদের একের পর একের হোঁচটের বিপরীতে বার্সা এগোচ্ছে দুরন্ত ছন্দে। শেষ ১৬ ম্যাচে একটি ম্যাচও হারেনি তারা। রিয়ালও কম যাচ্ছে না। সবশেষ সম্ভাব্য ২১ পয়েন্টের মধ্যে তারা খুইয়েছে মোটে ৪।
বার্সা ও রিয়াল ঘুরে দাঁড়িয়ে ছন্দে ফেরাটা স্বাভাবিক মনে হচ্ছে সিমিওনের কাছে, ‘এখনও ১১ রাউন্ডের খেলা বাকি আছে। তারা (সমালোচকরা) বলছিল যে, বার্সেলোনা খারাপ খেলছে। কিন্তু প্যারিস সেইন্ট-জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে) তারা জিততেও পারত। তারা নতুন একজন সভাপতি পেয়েছে, সঙ্গে উদ্দীপনাও (ফিরে পেয়েছে)। আর মাদ্রিদ সবসময়ই ম্যাচ জেতার উপায় বের করে ফেলে।’
Comments