ফরিদপুরে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৩

ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের থেকে স্বর্ণ, নগদ টাকাসহ ছিনতাইকালে ব্যবহৃত হ্যান্ডকাপ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের থেকে স্বর্ণ, নগদ টাকাসহ ছিনতাইকালে ব্যবহৃত হ্যান্ডকাপ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার দুপুর ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত ২ মার্চ সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় পুলিশ পরিচয়ে এক এনজিও কর্মীর স্বর্ণালংকার- চুরি, আংটি, লকেট ও চেইন ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে ওইদিন বিকেলে ভুক্তভোগী ইসরাত জাহান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামরা করেন।

তিনি আরও জানান, গত ১২ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে শাকিল আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়ার তথ্য অনুযায়ী গত ১৩ মার্চ রাত সোয়া ১২টার দিকে সঞ্জয় হালদার এবং রাত দেড়টার দিকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের এ ঘটনায় মামলা হওয়ার পর জানা যায়. গত এক মাসে এ জাতীয় আরও আটটি ঘটনা ঘটেছে।’ৎ

গ্রেপ্তার তিন জন হলেন- মো. শাকিল আহম্মেদ রুবেল (৩৩), সঞ্জয় হালদার (৩০) ও মো. রেজাউল শেখ (৩৫)।

Comments

The Daily Star  | English

COP28 opens with tributes to Saleemul Huq

The opening session of COP28 yesterday started with an outpouring of remembrance and respect for Saleemul Huq and Pete Betts, two climate activists who passed away in October

58m ago