আগামী ১৭ মার্চ বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত দোকান-মালিক সমিতির

স্টার ফাইল ফটো

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান-মালিক সমিতি।

আজ রবিবার রাতে বাংলাদেশ দোকান-মালিক সমিতির সভাপতি দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানান।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ফার্মেসি, হোটেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।’

সম্ভব হলে বিপণিবিতানে আলোকসজ্জার অনুরোধ জানান তিনি।

Comments

The Daily Star  | English

No US casualties from Iran missile attack on US base in Qatar: officials

Iran vowed to defend itself a day after the US dropped bombs onto the mountain above Iran's Fordow nuclear site

1d ago