সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার দায় স্বীকার হুতিদের
সৌদি আরবের আবহা বিমানবন্দর ও দেশটির দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরের একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ সোমবার এক হুতি সামরিক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, আবহা বিমানবন্দর ও খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে তিনটি ড্রোন পাঠানো হয়েছিল। ড্রোন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।
তবে সৌদি কর্তৃপক্ষ হামলার ব্যাপারটি নিশ্চিত করেনি। সোমবার খামিস মুশাইতের উদ্দেশে পাঠানো একটি ড্রোনকে প্রতিহত করা গেছে বলে তারা জানিয়েছে।
সম্প্রতি সৌদি আরবে হুতি বিদ্রোহীদের বেশ কিছু হামলার খবর পাওয়া গেছে। গত ৭ মার্চ সৌদি মিত্রবাহিনী জানায়, তেল সংরক্ষণ, পরিশোধন, পরিবহন ও বিতরণের কাজে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্দেশে পাঠানো বেশ কিছু ড্রোন ও মিসাইলকে প্রতিহত করেছে তারা।
২০১৫ সালের মার্চে ইয়েমেনে সৌদি মদদ-পুষ্ট সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করে হুতি বিদ্রোহীরা। এরপর থেকেই ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন মিত্রবাহিনীর হস্তক্ষেপ বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করতে হুতি বিদ্রোহীরা এ ধরনের হামলা চালিয়ে আসছে।
Comments