জালিয়াতির অভিযোগে দুদক গ্রেপ্তার করেছে খাগড়াছড়ির ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে
ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগে খাগড়াছড়ির ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংহকে গ্রেপ্তার করা হয়।
দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক সাইফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, জমি অধিগ্রহণে দুর্নীতির বিষয়ে দুদকের মামলায় গ্রেপ্তার করা দালালদের জিজ্ঞাসাবাদ করে তারা বিজয় কুমারের অনিয়ম সম্পর্কে জানতে পারেন।
খাগড়াছড়ি জেলার অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংহসহ একটি চক্রের বিরুদ্ধে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় লোকজনকে হয়রানি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে।
এর আগে বিজয় কক্সবাজারে একই পদে কর্মরত ছিলেন। সেখানেও তিনি ওই চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে দুদক জানিয়েছে। তার বিরুদ্ধে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছিল।
Comments