বগুড়ার মম-ইন ও নাজ গার্ডেন হোটেলকে ৮ লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ খাবার মজুত ও বিক্রির অভিযোগে বগুড়ার হোটেল মম-ইন এবং হোটেল নাজ গার্ডেনকে আট লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এবং জেলা নিরাপদ খাদ্য মনিটরিং কর্মকর্তা মো. আসলাম উদ্দিনের উপস্থিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
চিন্ময় প্রামাণিক বলেন, আজ দুপুর ১২টায় হোটেল নাজ গার্ডেনে অভিযানে গিয়ে আমদানি করা মেয়াদোত্তীর্ণ গরুর মাংস, পেকেটজাত খাবার এবং ফ্রিজে পচা ফলমূল পাওয়া যায়। হোটেলের রান্না ঘরও খুব নোংরা ছিল। রান্না করা খাবারের ক্ষতিকারক রং মেশানো ছিল। খাদ্য নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় হোটেলটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে বিকেল ৩টায় ঠেঙ্গামারা এলাকার মম-ইনে অভিযানে গিয়ে সেখানেও মেয়াদোত্তীর্ণ পাকেটজাত খাবার পাওয়া যায়। আইনের একই ধারায় এই হোটেল কর্তৃপক্ষকেও চার লাখ টাকা জরিমানা করা হয়।
Comments