সাকিব-শিশিরের কোলে এবার পুত্র সন্তান

Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতি তৃতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে তার পুত্র সন্তানের জন্ম হয়েছে। সাকিবের পারিবারিক সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে।

জন্মের পর নবজাতক সন্তান ও সাকিবের স্ত্রী শিশির সুস্থ আছেন। সন্তানের জন্ম উপলক্ষে বেশ কয়েকদিন আগেই সাকিব যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে যান। এই কারণে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর থেকেও ছুটি নেন তিনি। 

ছয় বছর বয়েসী সাকিবের বড় মেয়ের নাম আলায়না হাসান অব্রি। গত বছর ২৪ এপ্রিল জন্ম হয় ছোট মেয়ে ইরাম হাসানের। চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় সন্তান আসার খবর দেন সাকিব। ২০১২ সালে বিয়ে করেছিলেন সাকিব-শিশির। 

এক বছরের নিষেধাজ্ঞা পার করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের হয়ে খেলায় ফেরেন সাকিব। ওয়ানডে সিরিজে সেরা পারফর্ম করার পর টেস্টে গিয়ে পড়েন চোটে। খেলতে পারেননি দ্বিতীয় টেস্টে। এবার সন্তানের জন্ম উপলক্ষে নিউজিল্যান্ড সফরে তাকে পাচ্ছে না বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা সফরেও টেস্টে থাকবেন না সাকিব। এই সময়ে বাংলাদেশের হয়ে খেলার বদলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

4h ago