আদালতের নির্দেশে ঢামেকে কিশোর

kishore
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। ছবি: স্টার

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে জামিনে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে কিশোরকে ঢামেকের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরের বড় ভাই লেখক আহসান কবির।

তিনি বলেন, ‘আদালতের নির্দেশে কিশোরকে আজ ঢামেকে নিয়ে যাচ্ছি। ল্যাবএইডের চিকিৎসকরা কিশোরকে ১৫ দিনের ওষুধ দিয়েছেন। এখন ঢামেকের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে কী প্রতিবেদন দেন, তা জানার অপেক্ষায় আছি।’

গত ১৪ মার্চ নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে করা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মামলা গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত।

একইসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) তিন জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে আগামী ২৪ কর্মঘণ্টার মধ্যে কিশোরকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেন আদালত।

সেসময় আদালত সূত্র জানায়, ঢামেকের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের চিকিৎসককে প্রধান করে অর্থোপেডিক বিভাগের একজন ও মেডিসিন বিভাগের একজন চিকিৎসকের সমন্বয়ে ওই মেডিকেল বোর্ড গঠন করতে বলেন আদালত।

জানা গেছে, গতকাল আদালতের সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সরকারি আদেশ জারি হয়। এতে কিশোরকে আজ সকাল সাড়ে ৯টার মধ্যে ঢামেকে নিতে বলা হয়েছিল।

আরও পড়ুন:

কিশোরসহ ১০ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল

কিশোরকে নির্যাতনের তদন্তভার পিবিআইকে দিলেন আদালত

কিশোরকে নির্যাতন: দুপুর ২টায় আদেশ দেবেন আদালত

কিশোরের ডান কানে অস্ত্রোপচার সম্পন্ন

আদালতেও নির্যাতনের বর্ণনা দিলেন কিশোর

কিশোরকে নির্যাতনের অভিযোগ: সেশন কোর্টে আবেদন করার নির্দেশ

কিশোর-মুশতাকের সামনে অসহায় এক সাংবাদিক

সজোরে আঘাত...ইলেকট্রিক শক...

নির্যাতন করা হয়েছে, এখন হাসপাতালে যাচ্ছি: কিশোর

‘ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা নয়, বাতিল করতে হবে’

১০ মাস পর মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

কিশোরের ক্ষোভ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা

মুশতাক আমার ভাই

‘কিশোরের সঙ্গে আজ মুশতাকেরও মুক্ত হওয়ার কথা ছিল’

যা ঘটেছিল মুশতাককে ধরে নিয়ে যাওয়া সেই রাতে

কিশোর ভালো আছেন, এখনো কানের বিশেষ উন্নতি হয়নি

কার্টুনিস্ট কিশোরের রিমান্ড নামঞ্জুর

কারাবন্দি কার্টুনিস্ট কিশোর পেলেন রবার্ট রাসেল কারেজ অ্যাওয়ার্ড

কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

Sheikh clan’s lust for duty-free cars

With an almost decimated opposition and farcical elections, a party nomination from the ruling Awami League was as good as a seat in the parliament.

7h ago