পুলিশের বাধায় শেষ হলো প্রগতিশীল ছাত্র সংগঠনের আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ কয়েকটি দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সেই বাধার মধ্যেই তারা আজ মঙ্গলবারের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেছে।
আজ ডিজিটাল নিরাপত্তা আইন ও সাত শিক্ষার্থীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা বাতিল, শ্রমিক নেতা রুহুল আমিনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং লেখক মুশতাকের মৃত্যু ও কার্টুনিস্ট কিশোরের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আইন মন্ত্রণালয়ের সামনে
বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ কয়েকটি বাম সংগঠন।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাদের মিছিল নিয়ে আইন মন্ত্রণালয়ের কাছে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে আজকের মতো কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।
ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদ ডেইলি স্টারকে বলেন, ‘আমরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসার পর সেখানে পুলিশ ব্যারিকেড বসিয়ে আমাদেরকে আটকে দেয়।’
Comments