রিয়ালের বিপক্ষে এখনও নিজেদের সুযোগ দেখছেন আতালান্তা কোচ

ঘরের মাঠেই কাজটি করতে পারেনি আতালান্তা। রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলের ব্যবধানে হারতে হয় তাদের। সেখানে স্পেনে এসে জয় তুলে নেওয়াটা স্বাভাবিকভাবেই অনেক কঠিন। কিন্তু তারপরও হাল ছাড়ছে না ইতালিয়ান দলটি। এখনও নিজেদের সুযোগ দেখছেন আতালান্তা কোচ জিয়ান পিয়েরো গ্যাস্পেরিনি।
ছবি: সংগৃহীত

ঘরের মাঠেই নিজেদের জটি রাখতে পারেনি আতালান্তা। উল্টো রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলের ব্যবধানে হারতে হয় তাদের। সেখানে স্পেনে এসে জয় তুলে নেওয়াটা স্বাভাবিকভাবেই অনেক কঠিন। কিন্তু তারপরও হাল ছাড়ছে না ইতালিয়ান দলটি। এখনও নিজেদের সুযোগ দেখছেন আতালান্তা কোচ জিয়ান পিয়েরো গ্যাস্পেরিনি।

প্রথম লেগের ম্যাচে ফেরলান্দ মেন্দির গোলে রিয়ালের কাছে হারতে হয় আতালান্তাকে। তবে সে ম্যাচে বেশির ভাগ সময় তাদের খেলতে হয়েছে ১০ জন নিয়ে। যে কারণে স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে তারা। তাই গ্যাস্পেরিনির বিশ্বাস ঠিকই ঘুরে দাঁড়িয়ে উল্টো রিয়ালকে ছিটকে দেবে তার দল।

তবে রিয়াল মাদ্রিদকে ঠিকই ফেভারিট মানছেন এ কোচ, 'রিয়াল মাদ্রিদ ফেভারিট। বিশেষকরে প্রথম ম্যাচের ফলাফলের পরে। তবে এখনও আমরা টিকে আছি। আমাদের অবশ্যই ভালো একটি ম্যাচ খেলতে হবে। এই অসাধারণ দলটির বিপক্ষে খেলতে আমাদের নিজেদের স্টাইলে ও গুণাবলী নিয়ে খেলতে হবে।'

বাঁচামরার লড়াইয়ে এদিন অবশ্য একটি সুসংবাদ রয়েছে আতালান্তার জন্য। নিষেধাজ্ঞার জন্য এদিন রিয়ালের হয়ে মাঠে নামতে পারছেন না মাঝ মাঠের গুরুত্বপূর্ণ সদস্য কাসেমিরো। যে কারণে বাধ্য হয়েই কৌশলের পরিবর্তন করতে হবে রিয়াল কোচ জিনেদিন জিদানকে। যা নিঃসন্দেহে বাড়তি সুবিধা দিবে ইতালিয়ান দলটিকে।

কিন্তু গ্যাস্পেরিনি এসব নিয়ে ভাবছেন না। প্রতিপক্ষের কৌশল কি হবে তা নিয়ে না ভেবে নিজেদের নিয়েই ভাবছেন তিনি, 'আমরা আমাদের নিজস্ব উপায়ে খেলতে প্রস্তুত। আমি জানি না রিয়াল মাদ্রিদ কীভাবে খেলবে, তবে আমাদের একাদশ এর উপর নির্ভর করবে না। তারা বেশ কয়েকবার খেলার সময় পরিবর্তন করতে পারে, তবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। (আমাদের) দল জিদান কী করবে তার উপর নির্ভর করে না।'

প্রথম লেগে রেমো ফ্রিউলারের লাল কার্ডই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অথচ শুরু দিকে মাঝ মাঠের প্রাধান্য আতালান্তার পক্ষেই ছিল। রেফারির সিদ্ধান্তই ম্যাচের প্রবাহ বদলে দেয়। আর সে কারণে হতাশ কি-না জানতে চাইলে গ্যাস্পেরিনি বলেন, 'এটা হতাশার ছিল না, তবে আমাদের স্বাভাবিক খেলা খেলতে না পারায় অসন্তুষ্টি ছিল। এর কারণে আমাদের যেখানে থাকা উচিত ছিল সেখান থেকে বের করে এনেছে। আমরা কেবল প্রতিরক্ষা করতে পারি। তবে যা ঘটার ঘটে গেছে। আমাদের লক্ষ্য পুরনো কোনো কিছুতে আটকে থাকা নয়'

উল্লেখ্য, আজ মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের মাঠে ফিরতি লেগের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে আতালান্তা।

Comments