পাঁচ বছর পর ফের জাতীয় দলে ইব্রা
বুট জোড়া তুলে রেখেছিলেন ২০১৬ সালেই। এরপর কেটে গেছে পাঁচ বছর। ফের সুইডেন জাতীয় দলে ডাক পেয়েছেন এসি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। জর্জিয়া, কসোভো ও এস্তোনিয়ার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে তাকে রেখেছেন কোচ জেনি অ্যান্ডারসন।
এর আগে ২০১৮ সালেই জাতীয় দলে ফিরতে চেয়েছিলেন ইব্রাহিমোভিচ। রাশিয়া বিশ্বকাপে খেলার ইচ্ছা ছিল তার। কিন্তু বাছাইপর্ব খেলে দলকে বিশ্বকাপে তুলতে ভূমিকা না রাখায়
তাকে দলে রাখেননি অ্যান্ডারসন। এমনকি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ফুটবল ফেরার পরও নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তখনও তাকে উপেক্ষা করেছিলেন এ কোচ।
তবে অবশেষে মন গলেছে অ্যান্ডারসনের। ফের জাতীয় দলে ফিরলেন ইব্রা। সাম্প্রতিক সময়ের অসাধারণ ছন্দই ফের জাতীয় দলের তাঁবুতে আনে ৩৯ বছর বয়সী এ ফরোয়ার্ডকে।
আগামী ২৫ মার্চ জঋজিয়ার মুখোমুখি হবে সুইডেন। এর তিন দিন পর কসোভোর মোকাবেলা করবে তারা। আর এস্তোনিয়ার বিপক্ষে দলটি খেলবে ৩১ মার্চ। এ তিন ম্যাচের জন্য ডাকা হয়েছে ইব্রাহিমোভিচকে।
তাকে দলে নেওয়ার পর সুইডেন কোচ বলেন, 'জ্লাতান এখনও বিশ্বের সেরা একজন ফরোয়ার্ড। এবং আমার মতে সুইডেনের সর্বকালের সেরা। তার অনেক অভিজ্ঞতা রয়েছে যা জাতীয় দলে আমরা উপভোগ করতে পারবো।'
জাতীয় দলের জার্সিতে ফেরার সংবাদটা সামাজিক মাধ্যমে নিজেও দিয়েছেন ইব্রাহিমোভিচ। টুইটারে সময়ের অন্যতম সেরা এ স্ট্রাইকার লিখেছেন, 'ঈশ্বর আবার ফিরে এসেছে।'
২০০১ সালে জাতীয় দলের জার্সি প্রথমবার পরেন ইব্রা। এরপর খেলেছেন ২০১৬ সাল পর্যন্ত। এ সময়ে দেশের হয়ে ১১৬ ম্যাচে গোল করেছেন ৬২টি। আর ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ৮২৯ ম্যাচ খেলে ৫০১ গোল করেছেন তিনি। চলতি মৌসুমে মিলানের হয়ে ১৪ ম্যাচে ১৪টি গোল করেছেন।
Comments