ঢামেকের কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ড

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন ভবনের তৃতীয় তলার করোনা ইউনিটের কোভিড নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৮টা ১৩ মিনিটে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে আগুন প্রায় নিভে গেছে। কিন্তু, প্রচণ্ড ধোঁয়া ছিল। ৮টা ৫৫ মিনিটের দিকে আমরা সেই ধোঁয়া নির্বাপণ করি। সেখান থেকে আমরা একজন রোগীকে উদ্ধার করে তাকে সিসিইউতে স্থানান্তর করি। পরে তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।’
নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ ডেইলি স্টারকে জানান, অগ্নিকাণ্ডের পর পরই আইসিইউ থেকে সব রোগীকে বাইরে বের করে আনা হয়। তাদেরকে বার্ন ইউনিটের এইচডিইউ ও পুরাতন ভবনের আইসিইউতে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনাস্থল থেকে ডেইলি স্টারকে জানান, আইসিইউর ভেতরে কোনো রোগী নেই। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস পানি ছিটিয়েছে। এখন সেখানে পানি আর পানি।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক ডেইলি স্টারকে বলেন, ‘নতুন ভবনের করোনা ইউনিটের কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ১৪ জন রোগী ছিল। সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। রোগীদের পুরনো ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিওতে নেওয়া হয়েছে। তারা ভালো আছে। আইসিইউর কিছু মেশিন অকার্যকর হয়ে গেছে। কবে নাগাদ আবার এই আইসিইউ খোলা যাবে, তা এখনই বলা যাচ্ছে না।’
Comments