যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৮, সন্দেহভাজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টা এলাকায় বন্দুকধারীর হামলায় এশীয় বংশোদ্ভূত ছয় নারীসহ আট জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার একটি ম্যাসাজ পার্লার ও দুইট বিউটি স্পাতে এ ঘটনা ঘটে।
আজ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে একজন ব্যক্তিই সবগুলো হামলা চালিয়েছেন। সন্দেহভাজন ওই ব্যক্তিকে জর্জিয়ার দক্ষিণাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এখনো হামলার কারণ জানা যায়নি, তবে, তা জানতে পুলিশ তদন্ত করছে। বর্ণ বা গোত্র বৈষম্যের কারণে এ হামলা চালানো হয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে একটি ম্যাসাজ পার্লারে গুলি চালিয়ে চার জনকে হত্যা করা হয়। তাদের মধ্যে দুই জন এশীয় বংশোদ্ভূত নারী, একজন শ্বেতকায় নারী ও একজন শ্বেতকায় পুরুষ। এর কিছুক্ষণ পরেই ৬টার দিকে একটি বিউটি স্পাতে এশীয় বংশোদ্ভূত তিন নারীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা অনুসন্ধানকালেই আরেকটি স্পাতে এশীয় বংশোদ্ভূত আরও এক নারীকে গুলি করে হত্যা করা হয়।
Comments