চুয়াডাঙ্গায় ইউএনও’র ওপর হামলা: গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা নির্বাহী অফিসারের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা নির্বাহী অফিসারের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতরাতে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন— জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের তবিবর রহমান মন্ডল (৫০), জয়নাল হোসেন (৩০), হাসাদাহ গ্রামের শাহানুর রহমান (২৬) ও নতুন চাকলা গ্রামের নয়ন হোসেন (২৫)। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে গতকাল রাতে ইউএনও এসএম মুনিম লিংকন অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।’

মঙ্গলবার দুপুরে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কাটাপোল গ্রামে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় নিহত হন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের ওহিদুল বিশ্বাস। দুর্ঘটনায় তার আট বছর বয়সী ছেলে ইয়াসিন আলীর পা ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পরে ট্রাক্টরটি আটকে রাখা হয়েছিল। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে আসেন এবং বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি ট্রাক্টরটি ছেড়ে দিতে বললে পরিস্থিতির আবারও অবনতি হয়। বিক্ষুব্ধ জনতা পুলিশ ও ইউএনওকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়। তারা ইউএনওকে একটি বাড়িতে ঘণ্টা খানেক অবরুদ্ধ করে রাখে। এসএম মুনিম লিংকন ইটের আঘাতে আহত হন।

তারা আরও বলেন, জীবননগরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা বন্ধ না হওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। এসব মাটি বহনে অবৈধ যানবাহন ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।

আরও পড়ুন

ট্রাক্টরচাপায় নিহত ১, জীবননগরের ইউএনওকে ধাওয়া, অবরুদ্ধ

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago