প্রথম কবিতার বই নিয়ে ভাবনা
প্রথম কবিতার বই নিয়ে পাঠকদের সামনে আসছে আশনা হাবিব ভাবনা। তার বইয়ের নাম ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’।
এবারের বইমেলায় পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হবে। বইয়ে স্থান পেয়েছে মোট ৫০টি কবিতা।
আশনা হাবিব ভাবনা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বইয়ের কবিতাগুলোর মধ্যে তিন বছর আগে লেখা কবিতা যেমন আছে তেমন আছে এই সময়ের লেখাও। আমি আসলে আমার অনুভূতিগুলো লিখতে চেয়েছি। আমার ভেতরের অনুভব, অনুভূতিগুলো শব্দে ধরতে চেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আসলে আমি আমার মনের গভীরের অনুভূতি লিখতে চেয়েছি। প্রতিটা অনুভূতির এক একটা গল্প আছে। সেই গল্পগুলোই কবিতায় তুলে এনেছি। প্রকাশক বিজু ভাই কবিতাগুলো বইয়ের রূপ দিয়েছেন। প্রথম কবিতার বই নিয়ে আমার ভেতরে বেশ উত্তেজনা কাজ করছে।’
এর আগে আশনা হাবিব ভাবনার লেখা ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। আসছে বইমেলায় ‘গোলাপী জমিন’ নামে আরও একটি নতুন উপন্যাস প্রকাশিত হবে।
Comments