ঢামেকে আগুনের ঘটনায় ২ তদন্ত কমিটি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কোভিড আক্রান্তদের জন্য নির্ধারিত আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ সদস্যবিশিষ্ট এবং ঢামেক কর্তৃপক্ষ নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে।
আজ বুধবার বিকেলে ঢামেকের পরিচালকের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
কমিটিকে শিগগির অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আজ সকাল সোয়া ৮টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডের কারণে রোগীদের সরিয়ে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় তিন রোগীর মৃত্যু হয়।
আরও পড়ুন:
ঢামেকের কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ড: ৩ জনের মৃত্যু
Comments