মাহাথির স্পন্দনের বিজ্ঞাপনে সচেতনতার বার্তা
দেশের বিদ্যমান বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করে সচেতনতা ছড়িয়ে দেওয়ার কাজ করছেন তরুণ নির্মাতা মাহাথির স্পন্দন। এরই ধারাবাহিকতায় তিনি এবার নির্মাণ করেছেন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিনের ‘আসল পুরুষ’ শিরোনামের বিজ্ঞাপন।
মাহাথিরের নতুন বিজ্ঞাপনচিত্রে নারী নির্যাতনে পুরুষের অবস্থান নিয়ে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে।
নির্দেশনার পাশাপাশি এই বিজ্ঞাপনের স্ক্রিপ্টও লিখেছেন মাহাথির স্পন্দন।
বিজ্ঞাপনে বলা হয়েছে, আমাদের দেশের প্রচলিত সমাজ ব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রেই শরীরকে কেন্দ্র করে আমরা একজন পুরুষের সংজ্ঞা নির্বাচন করি। সহজভাবে বলতে গেলে শারীরিক সক্ষমতার বিচারে আমরা পুরুষ মানুষ চিহ্নিত করি। পুরুষ হতে গেলে সিনায় জোর, কলিজায় হিম্মত, শরীরে শক্তি থাকা চাই।
বিজ্ঞাপনটিতে আরও বলা হয়েছে, হিউম্যাস রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী- বাংলাদেশে অর্ধেকেরও বেশি নারী শিকার হন শারীরিক ও মানসিক নির্যাতনের। যা করোনা মহামারিতে আরও বৃদ্ধি পেয়েছে। আর এসব নির্যাতনের বেশিরভাগ ঘটে কোনো না কোনো পুরুষের দ্বারা। অথচ, একজন সত্যিকারের বোধ সম্পন্ন বিবেকবান পুরুষ কখনোই এসব নির্যাতনে অংশ নেন না। তিনি অন্যায়ে কখনো চুপ করে থাকেন না। বিজ্ঞাপনে পুরুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে- ‘আসুন আমাদের সবার প্রতিজ্ঞা হোক নারীর যোগ্য সম্মান নিশ্চিত করা এবং নারীর প্রতি নিরাপদ পৃথিবী গড়ে তোলা।
Comments