নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে থাকছেন না তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে আসবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই বাঁহাতি ওপেনার জানান নিজের অনুপস্থিতির কারণ, ‘আমি আসার আগেই প্রধান কোচের (রাসেল ডমিঙ্গো) সঙ্গে কথা বলেছি। টি-টোয়েন্টি সিরিজে আমি খেলব না। আমার ব্যক্তিগত কিছু কারণ আছে।’
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে তামিমের অ্যাপ্রোচ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তিনি ইনিংস গড়তে অনেক সময় নিয়ে ফেলায় বাকি ব্যাটসম্যানদের প্রায়শই পড়তে হয় বাড়তি চাপে। তবে এই সংস্করণ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা কখনো জানাননি তিনি।
নিজে থাকতে না পারলেও সতীর্থদের প্রতি শুভ কামনা জানান তামিম, ‘দলকে শুভকামনা জানাচ্ছি। যে বিষয়টা হচ্ছে, আমরা যখনই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছি, এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত। আমি শুধু ওয়ানডে অধিনায়ক বলেই যে কেবল এই সংস্করণে ভালো করতে চাই, জিততে চাই এমন না। এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত।’
নিজের চোট নিয়ে অভিজ্ঞ এই তারকা বলেন, ‘আমার আসলে দুইটা জায়গা নিয়ে ঝামেলা ছিল। সবশেষটা ছিল হ্যামস্ট্রিং নিয়ে। তবে এখন সেটা মোটামুটি ভালো আছে। আজকে আমি অনুশীলনও করেছি। কাল (শুক্রবার) আমি সব ধরনের অনুশীলনে (ব্যাটিং-ফিল্ডিং) প্রত্যক্ষভাবে থাকব। আমি যেটা বললাম যে, আমি খুবই আশাবাদী যে, প্রথম ওয়ানডে থেকেই (দলের জন্য) থাকব।’
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ডানেডিনে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২০ মার্চ। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডের ভেন্যু ক্রাইস্টচার্চ। ওয়েলিংটনে শেষ ওয়ানডে হবে ২৬ মার্চ।
এরপর হ্যামিল্টনে ২৮ মার্চ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ৩০ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি হবে নেপিয়ারে। অকল্যান্ডে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল।
উল্লেখ্য, নিউজিল্যান্ডকে তাদের মাটিতে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে পরিসংখ্যানটা কিউইদের পক্ষে ২৬-০! এখন পর্যন্ত ১৩ ওয়ানডে ও চার টি-টোয়েন্টির প্রতিটিতে বাংলাদেশের সঙ্গী হয়েছে হার।
Comments