শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় ২ মামলা
সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িতে হেফাজতে ইসলামের সমর্থকদের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুইটি মামলা হয়েছে।
আজ শাল্লা থানায় মামলা হওয়ার কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্থ এক জন বাদী হয়ে মামলা করেছেন। অন্য মামলাটি করেছে পুলিশ।
ঘটনার তদন্ত ও নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর নামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করতে অপারগতা জানিয়ে ওসি বলেন, ‘মামলার আসামি মোট ৭০০ জন। এর মধ্যে ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত। হামলার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে। শিগগির বিস্তারিত জানানো হবে।’
পুলিশ বাদী হয়ে মামলার কথা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। শাল্লা থানায় মামলাটি দায়ের করা হয়েছে। তবে মামলায় আসামীদের নাম তদন্তের স্বার্থে জানানো যাচ্ছে না বলে জানান তিনি।
আজ সকালে হামলাস্থল নোয়াগাঁও গ্রাম পরিদর্শনে যান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি হামলাকারীদের গ্রেপ্তার করে তাদের বিচার এবং কঠোর শাস্তির বিষয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করেন।
তিনি বলেন, ‘এলাকার সন্তান হিসেবে, এ মাটির সন্তান হিসেবে আমার দায় আছে। আমি সব সময় খোঁজ রাখব। এলাকার পরিস্থিতি সব সময় আমাদের নজরে থাকবে।’
র্যাব মহাপরিচালক আরও বলেন, ‘আমরা যেভাবে এখানে ছোটবেলা থেকে মিলেমিশে বাস করেছি, ভবিষ্যতেও থাকব। যাদের ভেতরে ধর্মীয় সংকীর্ণতা আছে, সেগুলো বাদ দিতে হবে। উদার হতে হবে।’
আরও পড়ুন:
সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হেফাজত সমর্থকদের হামলা
Comments