জবির উপাচার্যের দায়িত্বে অধ্যাপক কামালউদ্দীন আহমদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. মীজানুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় আগামী ২০ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন অধ্যাপক কামালউদ্দীন আহমদ।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, পরবর্তী উপাচার্য নিয়োগ ও দায়িত্বগ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক কামালউদ্দীন আহমদ উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক কামালউদ্দীন বর্তমানে জবির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১৯ মার্চ ড. মীজানুর রহমানের মেয়াদ শেষ হবে। ২০ মার্চ থেকে অধ্যাপক কামালউদ্দীন আহমদ উপাচার্যের দায়িত্ব পালন করবেন।’
২০১৩ সালের ২০ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। উপাচার্য হিসেবে আগামীকাল তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ হবে।
Comments