ঢাকা মেডিকেলে আগুন: আইসিইউর আরেক রোগীর মৃত্যু
গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের পর সরিয়ে নেওয়া রোগীদের মধ্যে আজ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বার্ন ইউনিটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা মোমেনা বেগম (৪৫) মারা যান।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. আ ফ ম আরিফুল ইসলাম নবীন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার আগুনের পর আট জন রোগীকে বার্ন ইউনিটের আইসিইউতে আনা হয়। তাদের মধ্যে মোমেনা বেগম আজ বিকেলে মারা গেছেন।
এখন আরও ছয় রোগী আইসিইউতে ও তিন জন এইচডিইউতে ভর্তি আছেন বলে জানান তিনি।
ঢামেকের করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগার কারণে সরিয়ে নেওয়া রোগীদের মধ্যে গতকাল মারা যাওয়া তিন জন হলেন— চাঁদপুরের পিডিবির প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা (৬৬), টাঙ্গাইলের কিশোর চন্দ্র রায় (৭০) ও মানিকগঞ্জের মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮)।
আরও পড়ুন:
Comments