শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা: গ্রেপ্তার ২২
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হেফাজতে ইসলামের সমর্থকদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাদের আদালতে চালান দেওয়ার প্রস্তুতি চলছে।’
গত বুধবারের এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বৃহস্পতিবার শাল্লা থানায় দুইটি মামলা দায়ের করা হয়। যার একটি ওই গ্রামের ভুক্তভোগী একজন এবং অপরটিতে পুলিশ বাদী।
আরও পড়ুন:
হেফাজত নেতা মামুনুলকে গ্রেপ্তারের দাবি
সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হেফাজত সমর্থকদের হামলা
শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় মামলা
‘আওয়ামী লীগে কি সাম্প্রদায়িক লোকজন ঢুকে গেছে?’, প্রশ্ন ঢাবি ছাত্রলীগ সভাপতির
Comments