প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করতে পারছি না: তামিম

Tamim Iqbal
ছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিরূপ কন্ডিশনে খেলতে গিয়ে এবার যথেষ্ট সময় পেয়েছিলেন ক্রিকেটাররা। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর প্রস্তুতিতেও ছিল না কোনো খামতি। কিন্তু তার ছাপ পাওয়া গেল না প্রথম ওয়ানডেতে। মানহীন ব্যাটিং, দুর্বল শরীর ভাষার পর সাদামাটা বোলিং। স্বাগতিকদের কাছে বিধ্বস্ত হওয়ার পর কেবল নিজেদের ওপরই দায় নিচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার ডানেডিনে ট্রেন্ট বোল্টের তোপে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৮ উইকেট ও ১৭২ বল বাকি রেখে যা তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

এদিন টস হেরে ব্যাট করতে গিয়ে বাংলাদেশের অবস্থা হয় থতমত। কিউই পেসাররা তাদের কন্ডিশনে শুরুতে পেস-স্যুয়িংয়ে ভোগান। তবে সেসব জেনেই তো প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার প্রতিফলন দেখাতে পারেননি কেউ।

ছোট মাঠ, রানেভরা উইকেট পেয়েও শুরু থেকেই ধুঁকতে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যানদের দেখে বরং মনে হচ্ছিল ‘আনকোরা’।

ম্যাচ রিপোর্ট: নিউজিল্যান্ডে গিয়ে সেই বেহাল দশা, প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত তামিমরা

ম্যাচ শেষে অধিনায়ক তামিম তাই কোনো অজুহাত দেননি, নিজেদের ব্যর্থতাকেই করেছেন বড়, ‘আমার মনে হয়, অনেক বেশি সফট ডিসমিসাল ছিল। কোনো সন্দেহ নেই যে, তারা খুব ভালো বল করেছে। কিন্তু আমরা কেবল নিজেদের দায়ী করতে পারি। ব্যাটিং নিয়ে আমাদের যে গর্ব, তার আশেপাশে ছিলাম না আমরা। আমরা এখানে অনেকদিন আছি। কাজেই প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করতে পারছি না। আমাদের জন্য এটা নতুন কিছু না। সবাই জানে প্রত্যাশাটা কী। আশা করছি, পরের ম্যাচে ভালো পারফর্ম করব।’

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago