ভারতে ২ বছর কারাভোগের পর ৮ তরুণীকে বাংলাদেশে হস্তান্তর
ভারতে ২ বছর কারাভোগের পর গতকাল শুক্রবার রাতে আট বাংলাদেশিকে তরুণীকে বেনাপোল চেকপোস্টে দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
আজ সকালে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছে।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তুলে দেয়।
বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র তাদের যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। মুম্বাই শহরে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় স্থানীয় পুলিশ তাদের আটক করে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান। সাজার মেয়াদ শেষে মুম্বাইয়ের নবজীবন শেল্টার হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালির মাধ্যমে তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।
১৭ থেকে ১৯ বছর বয়সী এই তরুণীদের বাড়ি বেনাপোল, শার্শা, খুলনা ও সাতক্ষীরায়। সকল আনুষ্ঠানিকতা শেষে ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ওই আট তরুণীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দিতে শনিবার সকালে বেনাপোল থেকে নিয়ে যায়। ’
Comments