করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শনিবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান জানান, ভ্যাকসিন নেওয়ার দুদিন পরে ইমরান খানের করোনা শনাক্ত হয়েছে।
এক টুইটে স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান বলেন, ‘খান তার বাড়িতে আইসোলেশনে আছেন।’
দক্ষিণার এশিয়ার দেশ পাকিস্তানে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে বলে জানিয়েছে রয়টার্স।
Comments