মহারাষ্ট্রে বাড়ছে করোনার সংক্রমণ, নাগপুরে লকডাউন

লকডাউনে নাগপুরের একটি ফাঁকা সড়ক। ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। রাজ্যটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে নাগপুর জেলা থেকে। নাগপুরে সংক্রমণ প্রতিরোধে গত ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় জেলা কর্তৃপক্ষ চলমান লকডাউন আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ জানানো হয়েছে।

নাগপুরে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত অনুযায়ী, জেলার সব স্কুল বন্ধ থাকবে এবং প্রধান প্রধান বাজার বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

মহারাষ্ট্রের কেবিনেট মন্ত্রী ড. নিতিন রাউত বলেন, ‘করোনার সংক্রমণ ক্রমবর্ধমানভাবে বাড়ার পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ পর্যন্ত নাগপুরে লকডাউন চলবে। তবে, বিকেল ৪টা পর্যন্ত সবজি এবং অন্যান্য প্রয়োজনীয় দোকান খোলা থাকবে।’

তিনি আরও বলেন, নাগপুরে লকডাউন চলাকালে রেস্টুরেন্ট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে এবং অনলাইন খাদ্য সরবরাহের অনুমতি দেওয়া হবে রাত ১১টা পর্যন্ত।

‘স্কুল এবং কলেজ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। নির্ধারিত পরীক্ষাগুলো কোভিড-১৯ নির্দেশিকা মেনে নেওয়া হবে,’ বলেন তিনি।

আজ নাগপুরে তিন হাজার ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩৫ জন। এই জেলার মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৫ হাজার ৭৮৭ জন এবং মৃতের সংখ্যা চার হাজার ৫৬৩ জন।

Comments

The Daily Star  | English

Sheikh clan’s lust for duty-free cars

With an almost decimated opposition and farcical elections, a party nomination from the ruling Awami League was as good as a seat in the parliament.

7h ago