করমজলে ২৩টি ডিম দিয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা

ছবি: সংগৃহীত

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা আবার ডিম দিয়েছে। আজ শনিবার সকালে একটি কচ্ছপ এখানের একটি পুকুরের ধারে ২৩টি ডিম পাড়ে। ডিমগুলো একটি ইনকিউবেটারে রাখা হয়েছে। ৬৫-৬৭ দিন পরে এই ডিম থেকে বাচ্চা ফুটবে বলে আশা করছে বন বিভাগ।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি একটি কচ্ছপ ২৭টি ডিম দেয়, ৩ মার্চ আরেকটি কচ্ছপ ২৩টি ডিম দেয় ও ৫ মার্চ অন্য কচ্ছপ ২৩টি ডিম দেয়।

পূর্ব সুন্দরবনের করমজলে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ কবির জানান, এ বছর আরও দুটি কচ্ছপের ডিম পাড়ার সম্ভাবনা আছে।

আজাদ কবির বলেন, ‘আমরা ডিম ফুটাতে ইনকিউবেটারে রেখেছি। আশা করি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরোবে। বর্তমানে আমাদের এখানে প্রায় ৩০০ টিরও বেশি কচ্ছপ আছে।’

প্রসঙ্গত, ২০১৮ সালে দুটি কচ্ছপের ৬৩টি ডিম থেকে ৫৭টি বাচ্চা হয়েছিল। ২০১৮ সালে দুটি কচ্ছপের ৪৮টি ডিম থেকে ২১টি বাচ্চা পাওয়া গিয়েছিল। ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২টি ডিম থেকে ৩২টি বাচ্চা পাওয়া গিয়েছিল। ২০২০ সালের ১০ মে কচ্ছপের ৩৫টি ডিম থেকে ৩৪টি কচ্ছপের বাচ্চা হয়েছিল। এর মধ্যে, ২০১৭ সালে দুটি কচ্ছপ, ২০১৮ সালে পাঁচটি এবং ২০১৯ সালে পাঁচটি কচ্ছপ সুন্দরবনের বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের মধ্যে সুন্দরবনে ১০টি কচ্ছপ অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago