ফসলি জমির মাটি কেটে ইটভাটায়, ২ জনকে জরিমানা
ফসলি জমির মাটি কেটে দুইটি ইটভাটায় সরবরাহ করায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলাতে দুই ভেকু চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার বিকেলে উপজেলার লতব্দি ইউনিয়নের মালিকান্দা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
সামাদ ব্রিকসের ভেকু চালক মো. আলামিনকে (২৫) ২৫ হাজার টাকা ও আপন ব্রিকসের ভেকু চালক মো. রিপনকে (২২) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকুর মাধ্যমে মাটি কাটা চলছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ভেকুর মাধ্যমে মাটি কেটে দুইটি ইট ভাটাতে সরবরাহ করা হচ্ছিল। এসময় ঘটনাস্থলে থাকা দুই ভেকু চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
Comments