কোরিওগ্রাফার ইভান শাহরিয়ারের অন্তর্বর্তীকালীন জামিন
মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলায় কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ইভান শাহরিয়ার সোহাগকে এই মামলায় কেন স্থায়ী জামিন মঞ্জুর করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
তবে, তিনি তাত্ক্ষণিকভাবে মামলা নিয়ে বিস্তারিত বলতে পারেননি।
আজ রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ইভানের জামিন মঞ্জুর করেন এবং এই মামলায় ইভান শাহরিয়ারের করা আবেদনের শুনানি শেষে এই রুল জারি করেছেন।
গত বছরের ১০ সেপ্টেম্বর লালবাগ থানায় দায়ের করা মানব পাচারের মামলায় পুলিশের অপরাধী তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল রাজধানীর নিকেতন এলাকা থেকে ইভানকে গ্রেপ্তার করে।
Comments