ফ্রান্সের হয়ে খেলেন না বেনজেমা, অবিশ্বাস্য লাগে জিদানের

ছবি: সংগৃহীত

২০১৬ সাল থেকে জাতীয় দলের সঙ্গে নেই করিম বেনজেমা। অথচ কি অবিশ্বাস্য ছন্দেই না আছেন করিম বেনজেমা। আগের দিনও জোড়া গোলের রিয়াল মাদ্রিদের জয়ের মূল নায়ক এ ফরাসি তারকা। ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ার পর থেকে রিয়ালের আক্রমণ ভাগের নেতৃত্ব দিচ্ছেন তিনিই। আর সে খেলোয়াড় ফ্রান্সের হয়ে খেলেন না, এটা বিশ্বাসই করতে পারেন না রিয়াল কোচ জিনেদিন জিদান।

সেলতা ভিগোর বিপক্ষে আগের দিন ৩-১ গোলে জয় পায় রিয়াল। ম্যাচের প্রথম আধা ঘণ্টাতেই দলকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন বেনজেমা। শেষ দিকে যে গোলটি হয় সেটাও তৈরি করে দেন তিনিই। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দলে বেনজেমাকে না দেখায় আক্ষেপ ঝরে জিদানের কণ্ঠে, 'আপনি ভাবতেও পারবেন না যে বেনজেমা তার দেশের হয়ে খেলেন না। অনেক লোকজনই এটা বুঝতে পারে না। তবে আমি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে গর্বিত। সে দলের জন্য অসাধারণ কাজ করে যাচ্ছে।'

অবশ্য ফ্রান্স জাতীয় দলে পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি বেনজেমা। এক অর্থে শাস্তি ভোগ করছেন তিনি। সতীর্থকে সেক্স টেপ নিয়ে ব্ল্যাকমেল করার বিষয়টি মেনে নিতে পারেননি বর্তমান কোচ দিদিয়ার দেশম। এ নিয়ে মামলাও চলমান।

মূল ঘটনাটি ২০১৫ সালের। একটি ম্যাচ খেলতে একসঙ্গে এক হোটেলে উঠেছিলেন তৎকালীন ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড়রা। সেখানেই সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনা একটি সেক্স টেপ করেন কেউ। পরে ঘটনাক্রমে সেটি হাতে চলে যায় কিছু ব্ল্যাকমেলারদের। বড় অঙ্কের টাকাও দাবী করা হয়। অন্যথায় সেক্স টেপটি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ভালবুয়েনাকে।

সে বছরের জুলাইয়ে ব্ল্যাকমেলের মামলা করা হয়। পরে সন্দেহভাজন তিন ব্ল্যাকমেলারকে গ্রেপ্তার করে পুলিশ। যাদের সঙ্গে বেনজেমাসহ বেশ কিছু ফুটবলারের বন্ধুত্ব রয়েছে। আটক করা হয় ভালবুয়েনার সতীর্থ জিব্রিল সিসেকেও। যদিও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। ধারণা করা হয়, ব্ল্যাকমেলাদের সঙ্গে যোগসূত্র রয়েছে বেনজেমার এক আত্মীয়ের। তাতে বেনজেমা জড়িত কি-না তা নিয়ে লম্বা সময় ধরেই তদন্ত করছে ফরাসি পুলিশ।

এর আগে ২০১০ বিশ্বকাপে যৌন কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছিলেন বেনজেমা। ২০১৬ সালেও তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন এক আর্জেন্টাইন মডেল। এ সকল কারণে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলে জায়গা হারান বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে গেলেও এখন পর্যন্ত আর জায়গা মিলেনি।

Comments

The Daily Star  | English

Parties row over constitutional council

The BNP and like-minded parties are at odds with other political parties, including Jamaat-e-Islami, National Citizen Party, and Islami Andolon Bangladesh, over the proposal for forming a National Constitutional Council (NCC).

8h ago