ফল পক্ষে আনতে কমপক্ষে ২৮০ রান চায় বাংলাদেশ

প্রথম ম্যাচে চরম ভরাডুবি হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। নিউজিল্যান্ডের পেসারদের বাউন্স-স্যুয়িংয়ে কাবু হয়ে দেড়শো রানের কাছেও যেতে পারেনি দল। সেই রান নিয়ে বোলারদের করার ছিল সামান্য। সেই ম্যাচে অভিষেকে ভাল বল করা অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান বললেন, ক্রাইস্টচার্চে অন্তত ২৮০ রান চাই তাদের।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামবে তামিম ইকবালের দল। ক্রাইস্টচার্চ পৌঁছে শেখ মেহেদী জানালেন, লড়ার মতো একটা পূঁজি করাই দ্বিতীয় ম্যাচের মূল লক্ষ্য, ‘এখানে খেলতে গেলে অবশ্যই রান প্রয়োজন। যদি ২৮০ বা ২৬০-২৭০ করা যায়, তাহলে ওদের বিপক্ষে তা ডিফেন্ড করার মতো। ব্যাটসম্যান আমরা যারা আছি, সবারই দায়িত্ব আছে একটি ভালো স্কোর দাঁড় করানোর জন্য।’
নিজের অভিষেক ম্যাচে নেমেই ছক্কায় শুরু করেছিলেন শেখ মেহেদী। ২০ বলে ১৪ রানের বেশি করতে পারেননি। বল হাতে ৬ ওভারে দেন ১৭ রান। চরম বাজে অবস্থার মাঝে কিছুটা আলো ছিল তার পারফরম্যান্সে। এই অলরাউন্ডার জানালেন আগের দিনের সব ভুলে নতুন শুরুর আশায় তারা, ‘আমাদের দল আসলে এরকম নয়। কালকে একটা বাজে দিন ছিল, কেউই ভালো করতে পারিনি। সেটা ভুলে যাচ্ছি, পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি। আগের থেকে এবার ভালো হবে আশা করি। আমাদের টিম কম্বিনেশন ভালো আছে। দল হিসেবে খেলতে পারলে ভালো ফল হবে।’
Comments