আগামী বছরের ডিসেম্বরের মধ্যে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার: রেলমন্ত্রী
আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কক্সবাজারও রেলের নেটওয়ার্কের আওতায় চলে আসবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।
আজ সোমবার রাজধানীর রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রেলমন্ত্রী বলেন, ‘এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইনের যে কাজ চলছে, আগামী বছরের জুনে তা শেষ হওয়ার কথা। কিন্তু, আমরা আরও ছয় মাস অতিরিক্ত সময় ধরে আশা করছি আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ হবে এবং তখন কক্সবাজারও চট্টগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাবে।’
আরও পড়ুন:
ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে ট্রেনের ভাড়া এসি চেয়ারে ২৭০৫ টাকা
প্রধানমন্ত্রীর পছন্দ ‘মিতালী এক্সপ্রেস’, ভারতের সম্মতিতে হবে চূড়ান্ত
Comments