রাজশাহী টিটিসিতে ২৯টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরি

রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) কম্পিউটার ল্যাব থেকে ২৯টি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে।

টিটিসির ভেতরে আইটি ভবনের তৃতীয় তলায় কম্পিউটার ল্যাবটি অবস্থান। রোববার বিকেলে কর্তৃপক্ষ চুরির বিষয়টি জানতে পারে। আইটি ভবনে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা থাকলেও ফুটেজের রেকর্ড থাকে না বলে জানা গেছে।

অধ্যক্ষ এস এম এমদাদুল হক জানান, গতকাল বিকেলে ল্যাবে প্রশিক্ষণার্থীদের কম্পিউটার ক্লাস ছিল। তখনই চুরির বিষয়টি জানা যায়। তবে সিসি ক্যামেরার ফুটেজ হার্ডডিস্কে স্টোর না হওয়ার বিষয়টি তার জানা ছিল না।

চুরির ঘটনায় গতকাল দিবাগত রাতে শাহ মখদুম থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন অধ্যক্ষ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার সকাল ছয়টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে।

ঘটনা তদন্তে উপাধ্যক্ষ আক্তারা শাহীনকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, চারতলা ভবনটির নিচতলার প্রধান ফটকের তালা ঠিক ছিল। তবে তৃতীয় তলার ল্যাবের তালা ভাঙা পাওয়া গেছে। কম্পিউটার সম্পর্কে ভালো জানেন এমন লোকজনই চুরির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, চুরি হওয়া কিছু যন্ত্রাংশ আমরা উদ্ধার করতে পেরেছি। ওই ভবনের বিভিন্ন জায়গা থেকে এগুলা উদ্ধার করা হয়েছে। বাইরের তালার চাবি কয়েকজনের কাছে থাকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনো আসামি শনাক্ত করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago