কড়াইল বস্তি থেকে মা-শিশুর মরদেহ উদ্ধার
রাজধানীর বনানীর কড়াইল বস্তি থেকে এক নারী ও তার আট বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।
ওই দুই জন হলেন— হাসি বেগম (২৬) ও তার আট বছর বয়সী শিশু নিরব হোসেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিঞা। তিনি জানান, পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে ওই নারীর স্বামী রুবেল হোসেন গতকাল রাতে তাদের হত্যা করেছেন।
পেশায় রাজমিস্ত্রি রুবেল বর্তমানে পলাতক রয়েছেন বলেও জানিয়েছেন ওসি।
তিনি বলেন, ‘গতকালই স্বামী ও ছেলেসহ কড়াইল বস্তিতে ভাইয়ের বাসায় যায় হাসি। রাতে তারা ঘুমোতে যায়। পরবর্তীতে সকালে প্রতিবেশীরা হাসি ও তার ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেদর জন্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।’
‘পুলিশ রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা করছে’, যোগ করেন ওসি।
Comments