যুক্তরাষ্ট্রের কলোরাডোয় সুপারমার্কেটে বন্দুকধারীর গুলি, নিহত ১০
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বোল্ডার শহরে এ ঘটনা ঘটে।
বোল্ডার পুলিশের প্রধান কর্মকর্তা মেরিস হেরল্ড জানান, হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয়, ব্যবহৃত অস্ত্র বা হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
তিনি জানান, এ জাতীয় জটিল তদন্ত শেষ করতে কমপক্ষে পাঁচ দিন সময় লাগতে পারে।
বোল্ডার পুলিশ এ ঘটনা তদন্তে সুপারমার্কেটে থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে।
স্টিভেন ম্যাকহিউ নামের একজন সিএনএনকে জানান, তার মেয়ের স্বামী কোভিড -১৯ ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সঙ্গে তাদের স্কুলপড়ুয়া দুই মেয়েও ছিলেন। ফোনে নানীর সঙ্গে কথা বলছিল তারা। সেসময় ফোনের অপর প্রান্তে গোলাগুলির শব্দ শোনা যায়। তবে তারা কোনোমতে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।
কোভিড-১৯ ভ্যাকসিন কিনতে লাইনের শুরুতে থাকা এক নারীকে গুলি করা হয়েছে বলে ম্যাকহিউ সিএনএনকে জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মেরিস হেরল্ড জানান, এই ঘটনায় প্রথম এরিক ট্যালি নামে এক পুলিশ কর্মকর্তা খবর পেয়েছিলেন। ৫১ বছর বয়সী ওই কর্মকর্তা স্টোরে যেতেই গুলিতে নিহত হন। ট্যালি ২০১০ সালে বোল্ডার পুলিশে যোগ দেন বলে জানান তিনি।
হামলায় হতাহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচয় নিশ্চিত হওয়ার পর আগে তাদের পরিবারের সদস্যদের জানানো হবে।
Comments