শাকিব খানের ‘অন্তরাত্মা’র শুটিংয়েই সিক্যুয়ালের ঘোষণা, নায়িকা শ্রাবন্তী
পাবনায় শুটিং চলছে শাকিব খান ও কলকাতার নায়িকা দর্শনা বণিক অভিনীত নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র। শুটিং চলাকালেই ঘোষণা এলো এই সিনেমার পরবর্তী সিক্যুয়ালের।
আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অন্তরাত্মা’র। সিনেমাটির প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন। পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবির সংলাপ লিখছেন ফেরারী ফরহাদ।
‘অন্তরাত্মা’র শুটিং চলাকালেই আজ বুধবার ‘অন্তরাত্মা ২’ নির্মাণের খবরটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফেরারী ফরহাদ।
শাকিব খানের বিপরীতে এই সিক্যুয়ালে অভিনয় করার সম্ভাবনা রয়েছে কলকাতার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির।
এর আগে এই জুটিকে দেখা গেছে ‘শিকারি’ ও ‘ভাইজান এলো রে’ নামের দুটি ব্যবসা সফল সিনেমায়।
আগামী ঈদুল ফিতরের পরে ‘অন্তরাত্মা ২’-এর শুটিং শুরু হয়ে ঈদুল আযহায় মুক্তি পাবে বলে জানা গেছে।
আরও পড়ুন:
Comments