মন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস: ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গাজী গ্রুপের ম্যানেজার (প্রশাসন) মোজাম্মেল হক বাদি হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন-কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশফাকুল ইসলাম তুষার ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জেমিন।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তারা দুজন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও গুজব ছড়িয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি আশরাফুল আলম জেমিনের ফেসবুক আইডি থেকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার প্রস্তাবিত গাজী ক্রিকেট একাডেমির জন্য নির্ধারিত জমির ছবিসহ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার অবতারণা করে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এতে মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ ঘটনায় গাজী গ্রুপের ম্যানেজার মোজাম্মেল হক রূপগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।’
ওসি বলেন, ‘ফেসবুক আইডিটি মূলত কার তা নিশ্চিতের জন্য আইটি বিভাগে পাঠিয়েছি। এছাড়াও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
অভিযুক্ত আশরাফুল আলম জেমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমার প্রতিপক্ষরা আমার নামে ফেসবুকে আইডি খুলে অপপ্রচার চালাতে পারে। এ ঘটনায় আমি জড়িত নই।’
Comments