জাকিরের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না সিলেট
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল সিলেট বিভাগ। দারুণ এক সেঞ্চুরিতে দলকে তাদের আশা দেখাচ্ছিলেন জাকির হাসান। কিন্তু এক আমিত হাসান ছাড়া সতীর্থদের আর কারো কাছ থেকে সে অর্থে সহায়তা পেলেন না। তাতে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া হয়নি তাদের। প্রথম ইনিংসের ব্যর্থতাই কাল হয়ে দাঁড়ালো দলটির জন্য। সাদামাটা লক্ষ্যে শেষ পর্যন্ত সহজেই জয় তুলে জাতীয় লিগে দারুণ সূচনা করে খুলনা বিভাগ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সিলেটের দেওয়া ৬৮ রানের লক্ষ্যে ২ উইকেট হারিয়েই জয় তুলে তুলে নেয় দলটি। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৫ রান তুলেছিল খুলনা। ফলোঅনে পড়া সিলেট তাদের দুই ইনিংসে করে ১৩৪ ও ৩০৮ রান।
আগের দিন ৫ উইকেটে ২৫০ রান নিয়ে ব্যাট করতে নামা সিলেট এদিন স্কোরবোর্ডে আর ২৯ রান যোগ করতেই হারায় অলক কাপালীকে। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি জাকিরও। এরপর লেজের ব্যাটসম্যানরা দলকে টেনেটুনে তিনশর কোটা পার করেন। তাতে ৬৭ রানের লিড পায় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ১৪০ রানের ইনিংস খেলেন জাকির। ২৩৩ বলে ১৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। কাপালীর ব্যাট থেকে আসে ২৩ রান। খুলনার পক্ষে ৬২ রানের খরচায় ৪টি উইকেট পান আব্দুল হালিম। মইনুল ইসলাম পান ৩টি উইকেট।
লক্ষ্য তাড়ায় দলীয় ১৪ রানে রবিউল ইসলামকে হারায় খুলনা। এরপর দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন আরেক ওপেনার ইমরানউজ্জামান। এরপর ইমরুল আউট হলে বাকী কাজ তুষার ইমরানকে নিয়ে শেষ করেন তিনি।
লক্ষ্য ছোট হলেও বেশ আগ্রাসী ব্যাট করেন ইমরান। ৩৩ রানের ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা মারেন এ ওপেনার। ইমরুল ১৮ ও রবি ১৪ রান করেন।
Comments