গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত এবং আরও ছয় জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফ আনোয়ার।
তিনি জানান, সায়েদপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এরপর পাশে থাকা কিছু অটোরিকশার সঙ্গে গিয়ে পিকআপ ভ্যানটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন। আর আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চার থেকে পাঁচ জনের অবস্থা গুরুতর।
নিহতদের মরদেহ মহাসড়ক পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেন জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
গোবিন্দগঞ্জ মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।’
Comments