মুন্সিগঞ্জে ৩ জনকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় সালিশি বৈঠকে দু’গ্রুপের সংঘর্ষে তিন জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও, জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে আটক করা হয়েছে।

গতকাল রাতে নিহত আওলাদ হোসেন মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার ১২ জনের নাম উল্লেখ করে মোট ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

আজ শুক্রবার মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার ১২ জনের নাম উল্লেখ করে ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ জনকে।

তিনি জানান, গ্রেপ্তার পাঁচ জনকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও, আদালত এ বিষয়ে শুনানির দিন ধার্য করেননি। গ্রেপ্তারকৃতরা এখন জেলহাজতে আছেন।

বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

গ্রেপ্তার পাঁচ জন হলেন- মো. জামাল হোসেন (৫০), মো. জাহাঙ্গীর হোসেন (৫৫), মো. রনি (২২), মো. ইমরান হোসেন (২০), রাহুল প্রধান (২০)।

গত বুধবার রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে তিন জন নিহত হন। এদের মধ্যে ইমন হোসেন পাঠান (২৩) ও মাহবুব হোসেন সাকিব (১৯) ঘটনার পর পরই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান আওলাদ হোসেন মিন্টু প্রধান (৪০)।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে সালিশ বৈঠকে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ৩

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL issue with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

43m ago